Wednesday, September 16, 2009

সাধারনী

ভিতরে যে উঁকিঝুকি
অন্য সে মুখ
শুরু-শেষ দেখা যায়না
দস্তুর ভেঙ্গেছে আয়না
কঠিন হয়েছে জানা, হবে ভুলচুক।

রোজ, রোজ ডাক তোলে
ওগো কে আছে?
ঐ সে গোপনে সাজে
সাপের বাঁশীটি বাজে
চিনি, চিনি! দোলাচল পাকে পাকে নাচে।

হাতের আঙুল দূরে
ছোঁবেনা ও মুখ
চেনা-চেনা লাগে যদি
তখনই হঠাত্‌ নদী
"সাজানো বাগান", পরিমিত সুখ-দুখ্‌।

আমার এ ধ্রুবপদ
হিসেবী জীবন
টেনেছে লক্ষ্মণ-রেখা
ওপারে কি আছে দেখা
যাবোনা, যাবোনা ভাই, হঠাত্‌ কখন...

দুম্‌-দুম্‌ ঢাক বাজে
বুকের গহন
বিপদ বাড়ায় হাত
নামতেও পারে রাত
সীতাকে ছিনিয়ে নেবে দুরন্ত রাবণ!

অরুচি এ বনবাসে
পিছু হটি তবু
দশ মাথা, কুড়ি হাত
রাক্ষস রাজার জাত
স'বেনা আমার, এসো পরিচিত প্রভু।

পা বাড়াবার আগে
শাসনতো জারী
আগুন লঙ্কা দেশে
আমিও পুড়েছি শেষে
এখন অচীন পথে, অচেনা নারী।

-নূপুর

No comments:

Post a Comment