Wednesday, September 16, 2009

বন্ধু কে

অবশেষে আজ শ্রাবনের ধারা
গাছের পাতায় নামল নূপুর পায়ে,
বন্ধু তোমার প্ত্রখানির বাণী
শুনতে পেলাম তারই মূর্ছনায়।

বৃষ্টি ভেজা শুভ্র বেলীর কুঁড়ি
ফুটেছে কি তোমার ছাদের কোনে
গন্ধে তাহার স্নিগ্ধ বিভাবরী
আমারই গান গাইছে সংগোপনে।

বন্ধু তোমার নাই বা পেলেম দেখা
মনে মনে অদেখাকেই আঁকি,
যে মেঘ দিলো তোমার প্ত্রখানি
তারই হাতে পড়িয়ে দিলেম রাখী।
-সোহম

No comments:

Post a Comment