Wednesday, May 5, 2010

তুমি চাইলে

তুমি চাইলেই সব পারি আমি
অবলীলাক্রমে,
হাতের আঙ্গুল থেকে চোখ, মুখ, চুল
খোঁপার সে ফুল, কত সহজেই
কলমের এক টানে।

তুমি চাইলেই সারা পৃথিবীকে পাই
মেঘের বিন্যাসে,
গাছ, পাখী, পাহাড় বা যা চায় প্রাণ
গোপন উড়ান, ডানা মেলে দিই
বাদলা আকাশে।

তুমি যে কল্পতরু কবিতার সাজে
ছুঁইয়ে দিলে মন,
আতপ কপাল জুড়ে অঝোর ধারায়
আমি সাহারায় বৃষ্টি হতে পারি
আজ সারাক্ষন
সারাক্ষন...