Wednesday, May 5, 2010

তুমি চাইলে

তুমি চাইলেই সব পারি আমি
অবলীলাক্রমে,
হাতের আঙ্গুল থেকে চোখ, মুখ, চুল
খোঁপার সে ফুল, কত সহজেই
কলমের এক টানে।

তুমি চাইলেই সারা পৃথিবীকে পাই
মেঘের বিন্যাসে,
গাছ, পাখী, পাহাড় বা যা চায় প্রাণ
গোপন উড়ান, ডানা মেলে দিই
বাদলা আকাশে।

তুমি যে কল্পতরু কবিতার সাজে
ছুঁইয়ে দিলে মন,
আতপ কপাল জুড়ে অঝোর ধারায়
আমি সাহারায় বৃষ্টি হতে পারি
আজ সারাক্ষন
সারাক্ষন...

Wednesday, April 14, 2010

শর্ত

শুচি হোক এ ঘর আবার
দূর হোক পুতি গন্ধ যত
নেমে এসো আশ্বিনের ধানে ভেজা
সকালের রাখালী আলোক,
বীতোশোক শিশুটির স্বপ্নের মত।
দেখে যাই আর' বার ফিরিবার আগে
সেই মুখে দুর্বার আগামীর আশা,
নতুবা যাবোনা আমি, তারে রবো ঘিরে
যতদিন কাটিবেনা জলঙ্গীর তীরে
জঠরের অন্ধ কুয়াশা।
ফিরিবার আগে একবার
পরশিব তার সুগভীর জন্মের দাগে,
দুই ঠোঁটে শুষে নেব
এযাবত পৃথিবীর বিষাক্ত ক্ষত।
তারপর চলে যাবো অকাতর পায়ে
ফেলে আসা হারানীর, কুড়ানীর গাঁয়ে,
শালের পাতার ছায়ায় আর' বার
অন্তরীন হবো নিষাদের মত।
-সোহম

Friday, February 5, 2010

প্ত্রলেখা

না লেখা পত্র নিশীথের খামে
সযতনে রাখি ভরে,
লিখিনা তোমার ঠিকানা তাহাতে
পাছে ফিরে চাও পড়ে।
চলেছ যে পথে সময়ের সাথে
ফুলে ফলে অবনতা,
আজ পিছু ডেকে, চাইনা তোমাকে
শোনাতে না বলা কথা।
ভালোবাসিবার যে অধিকার
দিয়েছিলে অকাতরে,
চাওনি কখনও মূল্যটি তার
মিলনে, মতান্তরে।
স্নিগ্ধ হাসিতে জানিয়েছ শুধু
এ প্রেম এমনই ভাল,
যেখানেই থাকি, যেন জ্বেলে রাখি
নিশীথ শিয়রে আলো।
সে আলো অসীম নিলিমার পথে
আলোকবর্ষ দূরেও,
নীরবে তোমারে করিয়া স্পর্শ
গোপনে আসে গো ফিরে।
ভোরের স্বপনে, উষ্ণ আবেশে
কপাল চুমিয়া বলে,
শেষের কবিতা হয়না যে শেষ
জীবনও বহিয়া চলে।
-সোহম