Wednesday, April 14, 2010

শর্ত

শুচি হোক এ ঘর আবার
দূর হোক পুতি গন্ধ যত
নেমে এসো আশ্বিনের ধানে ভেজা
সকালের রাখালী আলোক,
বীতোশোক শিশুটির স্বপ্নের মত।
দেখে যাই আর' বার ফিরিবার আগে
সেই মুখে দুর্বার আগামীর আশা,
নতুবা যাবোনা আমি, তারে রবো ঘিরে
যতদিন কাটিবেনা জলঙ্গীর তীরে
জঠরের অন্ধ কুয়াশা।
ফিরিবার আগে একবার
পরশিব তার সুগভীর জন্মের দাগে,
দুই ঠোঁটে শুষে নেব
এযাবত পৃথিবীর বিষাক্ত ক্ষত।
তারপর চলে যাবো অকাতর পায়ে
ফেলে আসা হারানীর, কুড়ানীর গাঁয়ে,
শালের পাতার ছায়ায় আর' বার
অন্তরীন হবো নিষাদের মত।
-সোহম