Tuesday, September 15, 2009

গ্ল্যাডিয়েটার

সবাই কি আজ আড়াল খুঁজি, আশেপাশে, দূরে
অথবা এক অসময়ের ব্যস্ত সমুদ্দুরে,
থমকে থাকা বাদলা দুপুর আনমনা খালবিল
প্রলয় যখন আসে তখন ওড়েনা গাংচিল।
স্তব্ধ, নিথর গাছের পাতা, ঘড়ির কাঁটাও স্থির
তখনই কি আড়াল খুঁজি নেহাত বেনামীর!

তারই মাঝে মিটিং এবং নতুন মাইল-স্টোন
মাসের শেষে চেকটি এলে রসিদ কাটে মন।
আগামী দিন পায়না জামিন, গ্ল্যাডিয়েটার ঘোড়া
সোপান হতে সোপান পেরোয় মত্ত, দিশেহারা।
শিরায়, শিরায় রক্ত ছোটে স্বপ্ন বহুদূরে
ডুব দিয়েছি অসময়ের ব্যস্ত সমুদ্দুরে।

মাথার ভিতর তীব্র আগুন, ঝড়ের পূর্বাভাষ
স্বরচিত জীবনবৃত্ত আনেকি সন্ত্রাস?
আচম্বিতে ছোবোল মারে সুরেলা রিং-টোন
আবার কোনো পাওনাদারের শীতল আগ্রাসন!
সোনালী ধান, রূপালী মেঘ এসব কথার কথা
বাস্তবে সে এক সন্ধ্যার মিলন বিলাসিতা।
আড়াল ভাঙ্গার মূকাভিনয়, আত্মপ্রবঞ্চনা
আয়না বলে, গ্ল্যাডিয়েটার... সময় হাতে গোনা।

তবে কেন আড়াল খুঁজি অমোঘ যদি জানিই
আয়নাতে আজ শুনি শুধু সেই অমরার বাণী
মেঘের বুকের ক্ষতের মাঝে তীক্ষ্ণ রূপালীকায়
সংকেতে আজ পাঠায় বুঝি মন্ত্রঃপূত টিকা
প্রলয় যখন শিয়রে আয় বজ্র তুলি হাতে
গ্ল্যাডিয়েটার, এবার লড়াই মনের আঙিনাতে।
-সোহম

No comments:

Post a Comment