Monday, October 5, 2009

মিলন সন্ধ্যা

তখন দুচোখ শঙ্কাহীন, বিশ্ব স্বপ্নময়
পঙ্খীরাজের ডানায় চেপে নিত্য দিগবিজয়।
তখন আকাশ স্বচ্ছ নীল, বিহান মুক্তাফল
পায়ের নিচে শিশির ভেজা মুখর দুর্বাদল।
সুচেতনা তখন তুমি ভোরের একটি মেঘ
অভ্র মাঝে শুভ্র আনন, নম্র নিরুদবেগ।
অনায়াসী মরাল গ্রীবার দৃপ্ত ভঙ্গিখানি
অবলীলায় সহজিয়া তোমারই চাহনি।
সেই চাহনি সংগোপনে দুলিয়ে যেতো বুক
না বলা সেই বাণীর মাঝে শঙ্কাসজল সুখ।
আমি তখন নিরবসর স্বপ্নছবি আঁকি
উদাসিনীর সুহাসিনী, নাব্য দুটি আঁখির।
সাজাই তারে, পরাই গলে স্বর্ণচাঁপার হার
কর্ণমূলে কুন্দকলি, ঝুমকো লতিকার।
সুচেতনা, তুমি এখন দূরতর দ্বীপ,
দারুচিনির নির্জনতায় হয়ত বা উদ্গ্রীব-
কেটেছে দিন আপনমনে স্বপন রচনায়
অজানিতে সন্ধ্যা নামে রাতুল দুটি পায়ে।
অস্তরাগের আলোতে আজ চাইনে অন্তরাল
সুচেতনা, এলো কি সেই দুরন্ত বিকাল?

-সোহম

No comments:

Post a Comment