Tuesday, October 13, 2009

সখ্য

চৈত্র মাসের সন্ধ্যা সেদিন
শ্রান্ত অবসন্ন,
বিষন্নতার খাদের ধারে তুমি তখন একা
কাঙাল মেঘটা অযাচিতেই এলো
বৃষ্টি হয়ে ভাসিয়ে নিতে
তোমার ব্যাকুলতা।

কার কাছে কি হারিয়েছিলে
খেলার ছলে হয়তো,
রিক্ত সে মুখ ঢেকেছিলে
অবিন্যস্ত কেশে
অপূর্ব এক দিব্য অমল আলোয়
আকাশ ছিল প্রতীক্ষাতে
সকল দহন শেষে।

তোমার সাথে মেঘের সে কোন
শর্তবিহীন সখ্য
সেসব কথা উহ্য বহুদিনই
আড়াল থেকে দেখে তোমার
ধ্বস্ত, দৈন্য দশা
আচম্বিতে ভাসালো সে
পলাতকার গ্লানি।

ওঠেনি চাঁদ, মেললে যখন আঁখি
শিয়রখানি ছিল তোমার
সেই কাঙালের কোলে,
সেদিনও ফের নীরব হেসে
বিদায় দিলে তারে
সমগ্র বন পুড়ছে তখন
অন্ধ দাবানলে।

-সোহম

1 comment:

  1. Very nice indeed. Although I don't understand poetry much but like to read
    Ullash

    Ushnish

    ReplyDelete