Friday, February 5, 2010

প্ত্রলেখা

না লেখা পত্র নিশীথের খামে
সযতনে রাখি ভরে,
লিখিনা তোমার ঠিকানা তাহাতে
পাছে ফিরে চাও পড়ে।
চলেছ যে পথে সময়ের সাথে
ফুলে ফলে অবনতা,
আজ পিছু ডেকে, চাইনা তোমাকে
শোনাতে না বলা কথা।
ভালোবাসিবার যে অধিকার
দিয়েছিলে অকাতরে,
চাওনি কখনও মূল্যটি তার
মিলনে, মতান্তরে।
স্নিগ্ধ হাসিতে জানিয়েছ শুধু
এ প্রেম এমনই ভাল,
যেখানেই থাকি, যেন জ্বেলে রাখি
নিশীথ শিয়রে আলো।
সে আলো অসীম নিলিমার পথে
আলোকবর্ষ দূরেও,
নীরবে তোমারে করিয়া স্পর্শ
গোপনে আসে গো ফিরে।
ভোরের স্বপনে, উষ্ণ আবেশে
কপাল চুমিয়া বলে,
শেষের কবিতা হয়না যে শেষ
জীবনও বহিয়া চলে।
-সোহম

No comments:

Post a Comment