আজ যখন সব দরোজা খোলা
তবুও কেন লুকিয়ে তারে দেখি?
উদাসিনী চশমা আড়াল তোলা
ক্লান্ত তাহার ভ্রমর দুটি আঁখি।
সুযোগ পেলেই নানান গল্প করি
প্রাত্যহিকের টুকিটাকি কথা,
তারই মাঝে এ ওর আঁচল ভরি
অপরশে ছুঁই দুজনার ব্যথা।
জন্মদিনে আসবেই ফোন জানি
রিং বাজলে তবুও কাঁপে মন
সোনার ধানে পূর্ণ তরীখানি
তবুও বাকি সে কোন উত্তরণ?
নেই তো কিছু এখনো না বলা
শোনার মাঝেও নেইতো কোনো ফাঁকি,
এ বছরে চুয়ান্নে পা ফেলা
অবুঝ আজও রাখি যে ধারবাকি!
-সোহম
Wednesday, October 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment